Fake IAS: দেবাঞ্জনকে নিয়ে তার মাদুরদহের বাড়িতে তল্লাশি গোয়েন্দাদের

Continues below advertisement

রবিবার সন্ধ্যায় দেবাঞ্জন দেবকে নিয়ে তার মাদুরদহের বাড়িতে পৌঁছয় বিশেষ তদন্তকারী দলের সদস্যরা। সেখানে প্রায় ২ ঘণ্টা ধরে চলে তল্লাশি অভিযান। ইতিমধ্যেই দেবাঞ্জনের অফিসে তল্লাশি চালানো হলেও এই প্রথম দেবাঞ্জনের বাড়িতে গেলেন তদন্তকারীরা। দেবাঞ্জনের বাবা, মা ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন গোয়েন্দারা। দেবাঞ্জন কেন আত্মীয় ও প্রতিবেশীদের ভুয়ো ভ্যাকসিন দিয়েছিল সেই কারণ জানার চেষ্টা চলছে। এছাড়াও কোনও মোবাইল ও ল্যাপটপ থেকে নতুন তথ্য পাওয়া যায় কি না তা জানার চেষ্টা চলছে। কতদূর জাল বিস্তার করেছিল দেবাঞ্জন? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চালাচ্ছেন বিশেষ তদন্তকারী দলের সদস্যরা। 

পুলিশের জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি দেবাঞ্জনের। ভ্যাকসিনের জন্য সিরাম ইনস্টিটিউটকে মেল করেছিল দেবাঞ্জন। সেখান থেকে সাড়া না পাওয়ায় কেনা হয় ভুয়ো টিকা। এখনও পর্যন্ত দুটি শিবির খুলে ভুয়ো টিকাকরণ করে দেবাঞ্জন। কেএমসি-র ডেপুটি ম্যানেজারের নাম করে খোলা হয় ভুয়ো মেল আইডি। এখনও পর্যন্ত দেবাঞ্জনের ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ। পশ্চিমবঙ্গ ফিনকর্প থেকে যেত দেবাঞ্জনের কর্মীদের বেতন। একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে কেএমসি, পিডব্লুডি-র প্রচুর জাল স্ট্যাম্প উদ্ধার। জিজ্ঞাসাবাদের জন্য দেবাঞ্জনের সংস্থার কর্মী-সহ ১০ জনকে তলব। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram