Fake IAS Fraud: ওষুধ ব্যবসায়ীকে ২৬ লক্ষ টাকার প্রতারণা! দেবাঞ্জনের নতুন কীর্তি প্রকাশ্যে
ভ্যাকসিনকাণ্ডে (Vaccine Scam) ধৃত দেবাঞ্জন দেবের (Debanjan Deb) নতুন কীর্তির পর্দাফাঁস। অভিযোগ, শুধু মাস্ক-স্যানিটাইজার নয়, দেবাঞ্জন সংগ্রহ করতেন করোনার ওষুধও (Covid Medicines)। গতকাল ট্যাংরার এক ওষুধ ব্যবসায়ী কসবা থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, করোনার ওষুধ ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ বাবদ দেবাঞ্জনের কাছে প্রায় ২৬ লক্ষ টাকা পাওনা রয়েছে। ২০২০-তে তালতলায় একটি ক্লাবের জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে ব্যবসায়ীর সঙ্গে আলাপ হওয়ার সময় নিজেকে কলকাতা পুরসভার আধিকারিক বলে পরিচয় দেন দেবাঞ্জন। কলকাতা পুরসভার ভুয়ো অ্যাকাউন্ট থেকে দু’-দু’বার দেবাঞ্জন চেকও দেন বলে ট্যাংরার ওষুধ ব্যবসায়ীর দাবি। তিনি বলেন, টেন্ডার দেওয়ার কাজ কর্পোরেশনের প্রক্রিয়া অনুযায়ী হয়েছিল। তাঁর কাছে এই অর্ডার সংক্রান্ত নথিও রয়েছে। টেন্ডার অনুযায়ী গত বছর নভেম্বর মাসে ওষুধ সরবরাহ করা হয় বলেও জানান ওই ব্যবসায়ী। থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী।