Fake IAS Probe: স্যানিটাইজার বিক্রির টেন্ডারের নামে সংস্থার কাছে ৪ লক্ষ টাকা নিয়েছিল দেবাঞ্জন
দেবাঞ্জন দেবের (Debanjan Deb) বিরুদ্ধে আরও একটি প্রতারণার অভিযোগ সামনে এসেছে। পুলিশের দাবি, কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে হ্যান্ড স্যানিটাইজার বিক্রির টেন্ডার পাইয়ে দেওয়ার নামে, একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে ৪ লক্ষ টাকা হাতিয়ে নেন দেবাঞ্জন। সেই টাকা ICICI ব্যাঙ্কের কসবা (Kasba) শাখায় কলকাতা পুরসভার নামে তৈরি ভুয়ো অ্যাকাউন্টে জমা পড়ে বলে দাবি পুলিশের। এর পাশাপাশি, ভ্যাকসিন-প্রতারণাকাণ্ডে গতকাল দেবাঞ্জনের সংস্থার ৩ কর্মীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, ভুয়ো অ্যাকাউন্ট চালাতে কলকাতা পুরসভার স্পেশাল কমিশনার তাপস চৌধুরীর সই জাল করতেন দেবাঞ্জনের দুই সহযোগী সুশান্ত দাস ও রবীন শিকদার। আরেক ধৃত শান্তনু মান্না দেবাঞ্জনের হয়ে ভুয়ো ক্যাম্পের আয়োজন করতেন। এদের জেরা করে চক্রের জাল কতদূর বিস্তৃত, খতিয়ে দেখছে পুলিশ।
ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প থেকে ভ্যাকসিন নিয়েছেন তৃণমূলের সাংসদ থেকে ব্লক সভাপতির পরিবার। কলকাতা পুরসভার লোগো লাগানো মাস্কও বিলি করতেন দেবাঞ্জন।