Fake IAS Update: এবিপি আনন্দের খবরের জের, ভাঙা হল তালতলার ফলক

Continues below advertisement

রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তির ফলকে নেতা-মন্ত্রীদের সঙ্গে দেবাঞ্জনের (Debanjan Deb) নাম। এবিপি আনন্দের (ABP Ananda) খবরের জেরে ভাঙা হল তালতলার (Taltala) ফলক। কীভাবে সাংসদ-মন্ত্রী-মেয়রের নামের মধ্যে দেবাঞ্জন? বিতর্ক ওঠার পর তালতলা থানায় অভিযোগ নয়না বন্দ্যোপাধ্যায়ের (Nayna Banerjee)। ২৬ ফেব্রুয়ারি মূর্তি উন্মোচন অনুষ্ঠানে ছিলেন না নয়না-সুদীপ। তাঁদের অনুমতি ছাড়া কীভাবে সুদীপ-নয়নার নাম এল ফলকে? এই মর্মে তালতলা থানায় অভিযোগ নয়নার। যে গ্রন্থাগার আয়োজিত এই অনুষ্ঠান, তার সদস্যদের জিজ্ঞাসাবাদ। গ্রন্থাগারের সম্পাদককে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ পুলিশের।

এদিকে, দেবাঞ্জনের (Debanjan Deb) বিরুদ্ধে আরও প্রতারণার অভিযোগ। নবান্নের (Nabanna) প্যাড জাল করেও প্রতারণার অভিযোগ। অভিযোগ, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের নামে বিজ্ঞপ্তি দেয় দেবাঞ্জন। নিজের নিরাপত্তায় অবসরপ্রাপ্ত বিএসএফ অফিসারকে (BSF Officer) নিয়োগ। নবান্নের প্যাড জাল করে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার অভিযোগ উঠেছে দেবাঞ্জন দেবের বিরুদ্ধে। প্রতারিত অবসরপ্রাপ্ত বিএসএফ অফিসার জাতীয় স্তরের প্রাক্তন সাঁতারু।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram