Fake IAS Update: নিজেকে প্রভাবশালী প্রমাণ করতে মাসিক ৫২ হাজার টাকার চুক্তিতে গাড়ি ভাড়া নেয় দেবাঞ্জন!

Continues below advertisement

কলকাতা পুরসভার ১০৭ নং ওয়ার্ডের অন্তর্গত রাজডাঙা মেনরোডে চলছিল ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প। এই ঘটনায় মূল অভিযুক্ত দেবাঞ্জন দেব নিজেকে প্রভাবশালী প্রমাণ করার জন্য রীতিমতো গাড়ি ভাড়া করেছিল। গত চার মাস ধরে এই গাড়িটি সে ব্যবহার করেছে। ৬ মাসের জন্য গাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল। নিজেকে আইএএস অফিসার প্রমাণ করানোর জন্য লাগানো হয়েছিল নীল বাতিও। প্রতি মাসে ৫২ হাজার টাকা ভাড়া দেওয়া হত বলে জানাচ্ছেন গাড়ির মালিক। অভিযোগ, এই গাড়ি ভাড়া নেওয়ার সময় কলকাতা পুরসভার প্যাড দেখানো হয়েছিল। সাদা নম্বর প্লেট ব্যবহার করত দেবাঞ্জন। এই ঘটনা সামনে আসার পর বিপাকে গাড়ির মালিকও।

এদিকে, দেবাঞ্জনের (Debanjan Deb) বিরুদ্ধে আরও প্রতারণার অভিযোগ। নবান্নের (Nabanna) প্যাড জাল করেও প্রতারণার অভিযোগ। অভিযোগ, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের নামে বিজ্ঞপ্তি দেয় দেবাঞ্জন। নিজের নিরাপত্তায় অবসরপ্রাপ্ত বিএসএফ অফিসারকে (BSF Officer) নিয়োগ। নবান্নের প্যাড জাল করে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার অভিযোগ উঠেছে দেবাঞ্জন দেবের বিরুদ্ধে। প্রতারিত অবসরপ্রাপ্ত বিএসএফ অফিসার জাতীয় স্তরের প্রাক্তন সাঁতারু। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram