Fake Vaccination Camp: দেবাঞ্জন দেবের ভ্যাকসিনেশন ক্যাম্পে দেওয়া হত ভুয়ো ভ্যাকসিন, চাঞ্চল্যকর দাবি কলকাতা পুরসভার

Continues below advertisement

কসবা (Kasba) প্রতারণা কাণ্ডে বিস্ফোরক দাবি করল কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার ডেপুটি সিএমওএইচ (CMOH) বলেন, "কসবায় ভুয়ো ভ্যাকসিনেশন কেন্দ্রে দেওয়াই হয়নি কোভিশিল্ড কিংবা কোভ্যাক্সিন। কোনও ভায়ালেই ছিল না ব্যাচ নম্বর, এক্সপায়ারি ডেট।“ দেবাঞ্জন দেবের (Debanjan Deb) আয়োজন করা ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পে (Fake Vaccination Camp) দেওয়া হত ভুয়ো ভ্যাকসিন। ভায়ালের উপরে ছিল একটি সবুজ স্টিকার। তার উপরে কোভিশিল্ড (Covishield) নাম লেখা ছিল। এছাড়াও ভায়ালের উপরে মিক্সড ভ্যাকসিন লেখা ছিল। অর্থাৎ পাউডার ও তরল মিশিয়ে এই ভ্যাকসিন তৈরি হয়েছে। বিসিজি ভ্যাকসিনে এই ধরনের মিক্সড ভায়াল ব্যবহার হয়। করোনাভাইরাসের জন্য এখনও কোন মিক্সড ভ্যাকসিন বাজারে আসেনি। করোনার ক্ষেত্রে একটি ভায়াল থেকে প্রায় ১০ জনকে টিকা দেওয়া সম্ভব। কিন্তু এই ভুয়ো ভ্যাকসিনের ভায়াল আকারে অনেকটাই ছোট।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram