Fake Vaccination Camp Scam: ভুয়ো ভ্য়াকসিন কাণ্ডে ধৃত আরও ২
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে (Fake Vaccination Camp Scam) পুলিশের জালে দেবাঞ্জন দেবের (Debanjan Deb) আরও ২ সহযোগী। নাকতলার বাসিন্দা ধৃত কাঞ্চন দেব দেবাঞ্জনের খুড়তুতো দাদা। আরেক ধৃত শরফ পাত্র সংস্থার হয়ে ভুয়ো ভ্যাকসিন দিতেন বলে অভিযোগ।
২০২০ সালের ডিসেম্বরে একটি সিকিওরিটি এজেন্সি থেকে দেহরক্ষী নেন দেবাঞ্জন দেব (Debanjan Deb)। সেই সময় তিনি ভুয়ো সরকারি নথি দেখিয়ে দাবি করেছিলেন রাজ্য সরকার তাঁকে দেহরক্ষী নিতে বলেছে। কসবার অফিসেও আসেন সিকিওরিটি এজেন্সির আধিকারিকরা। ২ মাস পর সিকিওরিটি এজেন্সির সঙ্গে চুক্তি বাতিল করেন দেবাঞ্জন। পুলিশ সূত্রে খবর, দেহরক্ষীকে রেখে দিয়েছিলেন তিনি।
এদিকে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবের বিরুদ্ধে গত বছর সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণার মৌখিক অভিযোগ করা হয়। পুলিশ সূত্রে খবর, দেবাঞ্জনের বাড়ির লোক সে সময় জানতে পারেন, তিনি ভুয়ো আইএএস (IAS)। এমনকী দেবাঞ্জন ভুয়ো আইএএস সেজে বেশ কয়েক জায়গায় তল্লাশিও চালান। গত বছর সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে ৬৫ হাজার টাকায় অফিস ভাড়া নেন তিনি। তাঁর মাদুরদহর বাড়িতে প্রায় আড়াই ঘণ্টা তল্লাশি চালান লালবাজারের গোয়েন্দারা। পুলিশ সূত্রে খবর, দেবাঞ্জনের বাড়ি থেকে বেশ কিছু নথি, স্ট্যাম্প বাজেয়াপ্ত করা হয়েছে।