Morning Headlines: ১ জুলাই থেকে বাস-অটোয় ছাড়, বন্ধ লোকাল-মেট্রো
১ জুলাই থেকে ৫০% যাত্রী নিয়ে চলবে সরকারি, বেসরকারি বাস (Bus), অটো (Auto), টোটো। আপতত বন্ধই থাকছে লোকাল (Local Train), মেট্রো (Metro)। জরুরি প্রয়োজন ছাড়া রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাইরে বেরোনোয় থাকছে কড়াকড়ি।
করোনা (Corona) বিধি মেনে বৃহস্পতিবার থেকে দিনে সাত ঘণ্টার জন্য খুলছে সেলুন, পার্লার। জিম খোলা আট ঘণ্টা। সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা রাখা যাবে বাজার। ১১ থেকে ৯ ঘণ্টা বাকি দোকান খোলায় অনুমতি।
রাজ্য-রাজ্যপাল সংঘাত তুঙ্গে। জিটিএ-তে ( GTA) দুর্নীতি হচ্ছে। টাকা বরাদ্দ হলেও হয়নি উন্নয়ন। ক্যাগকে থেকে জিটিএ অডিট করানোর দাবি ধনকড়ের (Jagdeep Dhankhar)। "দুর্নীতিগ্রস্ত রাজ্যপাল"। জৈন হাওয়ালা কাণ্ডে চার্জশিট প্রকাশ্য়ে আনার দাবি মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)।
জৈন হাওয়ালা মামলায় চার্জশিটে নাম ছিল অজিত পাঁজা, যশবন্ত সিন্হার। পরে দু'জনই মুক্ত। সত্য থেকে বহুদূরে মুখ্যমন্ত্রী। অভিযোগ উড়িয়ে দাবি রাজ্যপালের। "অর্ধসত্য বলছেন সব প্রকাশ্যে আসবে।" পাল্টা তৃণমূল (TMC)।
দুর্নীতির অভিযোগ তোলায় নজর ঘোরানোর চেষ্টা। জিটিএ নিয়ে জবাব দেন মুখ্যমন্ত্রী। আক্রমণ বিজেপির। ভুয়ো ভ্য়াকসিনকাণ্ড (Fake Vaccination Camp Scam) চাপা দেওয়ার চেষ্টা। দাবি সিপিএম (CPM)-এর। জৈন মামলায় নাম ছিল কি? বলুক রাজ্যপাল। পাল্টা তৃণমূল।
উত্তরবঙ্গকে অশান্ত করতেই পাহাড়ে রাজ্যপাল। ধনকড়ের অপসারণ চেয়ে ফের আক্রমণে মুখ্যমন্ত্রী। রাজ্যপালের সফর নিয়ে তদন্ত হওয়া উচিত বলে হুঁশিয়ারি। "সংবিধানের শপথ নিয়েছি। বাচ্চাদের দস্তানা পরিনি।" পাল্টা ধনকড়।