Fake Vaccination: যারা ভুয়ো টিকা নিয়েছিলেন তাঁদের ৮০ থেকে ৯০ শতাংশ ক্ষেত্রেই মৃদু উপসর্গ, আশ্বাস বিশেষজ্ঞ কমিটির

Continues below advertisement

দেবাঞ্জন দেবের (Debanjan Deb) ভুয়ো ভ্যাকসিনেশন (Fake Vaccine) সেন্টার থেকে যারা ভ্যাকসিন নিয়েছিলেন তাঁদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেছিল রাজ্য স্বাস্থ্য দফতর (Health Department)। পাশাপাশি গঠন করা হয়েছিল ৪ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি। এই কমিটির সদস্যরা আজ স্বাস্থ্য ভবনে একটি বৈঠক করলেন। প্রায় ২ ঘন্টা বৈঠক হয়। বৈঠকের শেষে কমিটির সদস্যরা একাধিক বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, যারা এই ভুয়ো টিকা নিয়েছিলেন তাঁদের ৮০ থেকে ৯০ শতাংশ ক্ষেত্রে দেখা গেছে তাঁদের যা উপসর্গ রয়েছে তা মৃদু। এই উপসর্গগুলি উদ্বেগজনক নয়। ভ্যাকসিন গ্রহীতাদের হাসপাতাল ভর্তি করার কোন প্রয়োজন নেই। এরপর কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে এই রাজ্যে টিকাকরণের জন্য যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়োর করা হয়েছে, সেই প্রসিডিয়োর মেনেই যেন পরবর্তীকালে টিকাকরণ করা হয়। এই ভুয়ো টিকাকরণ শিবিরে কী দেওয়া হয়েছিল তা নিয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত এখনও পাওয়া যায়নি। যাঁরা ভুয়ো টিকা নিয়েছিলেন, তাঁদের দ্রুত টিকাকরণের ব্যবস্থা করবে সরকার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram