Fake Vaccination Scam: Triamcinolone Acetonide ইঞ্জেকশনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কী বললেন চিকিৎসক দীপেন্দ্র সরকার? শুনে নিন

Continues below advertisement

ভুয়ো ভ্যাকসিনের আড়ালে উঠে আসছে আরও ১টি ইঞ্জেকশন। ভুয়ো ভ্যাকসিন নিয়ে হাইকোর্টে রাজ্যের হলফনামায় উল্লেখ। অ্যামিক্যাসিন ছাড়াও আরও ১টি ইঞ্জেকশনের ভায়াল। ভায়ালের লাল ঢাকনা বদলে স্পুটনিকের বদলে অন্য় ইঞ্জেকশন। triamcinolone acetonide ইঞ্জেকশনের ভায়াল। তবে ভায়ালে ঠিক কী ছিল তা পরীক্ষা করা সম্ভব হয়নি। হাইকোর্ট দেওয়া হলফনামায় জানাল রাজ্য সরকার। এখনও ফরেন্সিলক রিপোর্ট আসেনি, জানাল কলকাতা পুলিশ। স্টেরয়েড হিসেবে ব্যবহার ট্রায়ামসিনোলোন অ্যাসিটোনাইড ইঞ্জেকশন। 

চিকিৎসক দীপেন্দ্র সরকার বলেন, "Triamcinolone Acetonide  সুস্থ শরীরে প্রয়োগ করলে বাড়তে পারে সুগার। হতে পারে চোখ, ছত্রাকজনিত সমস্যা "

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram