Morning Headlines: লেকটাউনে মিনি জয়া সিনেমা হলে বিধ্বংসী আগুন, দমকলের ১৫টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে পরিস্থিতি
লেকটাউনে (Lake Town) মিনি জয়া সিনেমা হলে (Mini Jaya Cinema Hall) বিধ্বংসী আগুন। দুজন আহত। বন্ধ সিনেমা হলে চারতলায় আগুন। দমকলের ১৫টি ইঞ্জিনের চেষ্টায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে। স্পুটনিকের আড়ালে ছিল স্টেরয়েড ন্যাডিকোর্টের ভায়াল। একই লাল ক্যাপ থাকায় জালিয়াতি, ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে হাইকোর্টে (Calcutta High Court) হলফনামা রাজ্যের। ভায়ালের ঠিক কী ব্যবহার এখনও পরীক্ষা করা হয়নি, জানাল পুলিশ। করোনার ভ্যাকসিনের (Corona Vaccine) আড়ালে ত্বকের চিকিৎসায় ব্যবহৃত স্টেরয়েড। সুস্থ শরীরে প্রয়োগ করলে বাড়তে পারে সুগার। হতে পারে চোখ, ছত্রাকজনিত সমস্যা, আশঙ্কা চিকিৎসকদের। ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় পুলিশ। বিএসএফ (BSF) কর্তা পরিচয়েও কি প্রতারণার ছক ছিল দেবাঞ্জনের (Debanjan Deb)? বাড়ি থেকে বাজেয়াপ্ত ব্যাজ দেওয়া উর্দি ঘিরে বাড়ছে রহস্য। ২৭ জুন তল্লাশির প্রসঙ্গ উল্লেখ করে হাইকোর্টে রাজ্য সরকারের হলফনামা। বাজেট অধিবেশনে মাত্র ৪ মিনিট ভাষণ রাজ্যপালের (Jagdeep Dhankhar)। লিখিত ভাষণের শুরু এবং শেষের অংশ পেশ করলেন বিধানসভায়। বাইরে এসে বিদায় জানালেন অধ্যক্ষ, মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। শুরুতেই ওয়েলে নেমে বিজেপির বিক্ষোভ। দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ রাজ্য পশ্চিমবঙ্গ, সবচেয়ে নিরাপদ শহর কলকাতা, তারপরেও ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে রাজনৈতিক উদ্দেশ্যে চলছে অপপ্রচার, ভাষণে বললেন রাজ্যপাল। রাজ্যবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। রাজ্যপালকে লিখে দেওয়া ভাষণে কেন উল্লেখ নেই ভোট পরবর্তী হিংসার? প্রশ্ন শুভেন্দুর (Suvendu Adhikari)। ভোট পরবর্তী হিংসায় সব অভিযোগে মামলা রুজু করতে হবে, নির্দেশ হাইকোর্টের। যাদবপুরের ঘটনায় কেন আদালত অবমাননা নয়? ডিসি এসএসডি-কে শোকজ নোটিস। তদন্তে বিশেষ কমিটির মেয়াদবৃদ্ধি। নারদকাণ্ডে অভিযুক্ত কীভাবে দেখা করেন সলিসিটর জেনারেলের সঙ্গে? সাক্ষাতের বিতর্কে তুষার মেহতার (Tushar Mehta) অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে তৃণমূলের (TMC) তিন সাংসদের চিঠি। দেখাই করেননি সলিসিটর জেনারেল (Solicitor General), পাল্টা দাবি শুভেন্দুর। না জানিয়েই বাড়িতে এসেছিলেন শুভেন্দু অধিকারী, পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় দেখা করতে পারব না বলে জানানোর পরেই চলে যান, সাক্ষাৎ বিতর্কে তৃণমূলের অভিযোগ উড়িয়ে দাবি সলিসিটর জেনারেলের। সলিসিটর জেনারেলের বাড়িতে আধঘণ্টা ছিলেন শুভেন্দু, এরপরেও মনে হবে গোপন বৈঠক হয়নি? সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি অভিষেকের (Abhishek Banerjee)। ভিডিও ট্যুইট। যারা বলছেন দেখা হয়েছে প্রমাণ দিন, পাল্টা দিলীপ (Dilip Ghosh)। অপদার্থ স্কুল সার্ভিস কমিশন (SSC), কী ধরনের আধিকারিকরা চালাচ্ছেন কমিশন? এই কমিশনকে অবিলম্বে খারিজ করা উচিত, উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে তীব্র ভর্তসনা হাইকোর্টের। শুক্রবার পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ। নিয়ম মেনে কেন তালিকা প্রকাশ করা হয়নি? এসএসসি-র চেয়ারম্যানকে প্রশ্ন হাইকোর্টের। নিয়োগ শুরু করার আবেদন সরকারের। সাতদিনে স্বচ্ছতার সঙ্গে তালিকা প্রকাশ করুন, স্থগিতাদেশ তুলে নেব, বললেন বিচারপতি। রাজনীতিতে এসে ঘুম উধাও বলাগড়ের তৃণমূল বিধায়কের। প্রত্যাশা পূরণ না করার হতাশা প্রকাশ। পুজোর বাকি আর ১০০ দিন। করোনাকালে পুজোর জন্য পরিচিত ক্লাবে কোথাও অক্সিজেন পার্লার, কোথাও সেফ হোম। বাজেট বুঝে ছোট আকারে পুজোর প্রস্তুতি। কোথাও আবার কম জৌলুসের ভাবনা।