Fake Vaccination Update: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে বামেরা

Continues below advertisement

ভুয়ো ভ্য়াকসিনকাণ্ডে (Fake Vaccination) রাস্তায় নামলেন বাম কর্মী-সমর্থকরা (CPM)। সেক্টর ফাইভে (Sector Five) স্বাস্থ্য় ভবনের সামনে রাস্তায় নেমেছে বামেরা (CPM Protest agaisnt fake vaccination)। পুলিশ তাঁদের প্রতিহত করার চেষ্টা করছে। এক বাম কর্মীর কথায়, "এই সময় তৃণমূলের (TMC) দুর্নীতি, স্বজন পোষণ, দাদাগিরি চলতে পারে না। মানুষ আগে নাকি দুর্নীতি আগে? মানুষ আগে না কি তৃণমূলের প্রতারকরা, ঠগরা আগে? 

"সরকারি কোনও নেতা-মন্ত্রী যুক্ত না থাকলে এরকম দুর্নীতি সম্ভব নয়। সুদীপ্ত সেনের মতই এঁকেও ব্যবহার করে তৃণমূলের অনেক নেতা করে খেয়েছেন। মুখ্যমন্ত্রীও এর সঙ্গে যুক্ত আছেন। সিবিআইকে (CBI) দিয়ে এর তদন্ত হওয়া উচিত।"  দাবি বিজেপির রাজ্য সভাপতি  দিলীপ ঘোষের (Dilip Ghosh)। 

পুলিশ সূত্রে খবর, দেবাঞ্জন (Fake Vaccination Camp) ডিসেম্বর মাসে একটি সিকিওরিটি এজেন্সি থেকে দেহরক্ষী নেন। সে সময় তিনি ভুয়ো সরকারি নথি দেখিয়ে দাবি করেছিলেন, রাজ্য সরকার তাঁকে দেহরক্ষী নিতে বলেছে। দেবাঞ্জনের কসবার অফিসেও আসেন সিকিওরিটি এজেন্সির আধিকারিকরা। তবে দেহরক্ষীকে রেখে দিলেও ২ মাস পর  সিকিওরিটি এজেন্সির সঙ্গে চুক্তি বাতিল করে দেন দেবাঞ্জন।

স্কুলে পড়ার সময় থেকেই মিথ্যে কথায় সিদ্ধহস্ত ছিলেন দেবাঞ্জন (Debanjan Deb)।  প্রতারণাও চালাতেন ভুয়ো আইএএস (Fake IAS)।  অভিযোগ দেবাঞ্জনের স্কুলের বেস্ট ফ্রেন্ডের। নামী চিত্র পরিচালকদের সহকারী। তথ্যচিত্রের জন্য পুরস্কৃত কান চলচ্চিত্র উৎসবে। বলতেন দেবাঞ্জন, দাবি স্কুলের বন্ধুর।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram