Fake Vaccine Update: ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পে ভুয়ো ভ্যাকসিনে স্টেরয়েড! আশঙ্কা সত্যি হলে প্রতিক্রিয়া নিয়ে আতঙ্কিত চিকিৎসকমহল

Continues below advertisement

দেবাঞ্জন দেবের (Debanjan Deb) ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পে কি দেওয়া হয়েছিল স্টেরয়েড ন্যাডিকোর্ট (Nadicort) ইঞ্জেকশন? হাইকোর্টে দেওয়া হলফনামায় রাজ্য সরকার জানাল, কোভিশিল্ডের নিচে অ্যামিকাসিনের স্টিকার পাওয়ার পাশাপাশি স্পুটনিক ভি-র স্টিকারের নিচে মিলেছে স্টেরয়েড ইঞ্জেকশনের স্টিকার। তবে ঠিক কী ধরনের তরল ব্যবহার করা হয়েছে, তা পরীক্ষা করা যায়নি। ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। স্টেরয়েড দেওয়া হয়ে থাকলে পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে আতঙ্কিত চিকিৎসকরা। ভুয়ো আইএএস, ভুয়ো নথি, ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প, ভুয়ো ভ্যাকসিন – দেবাঞ্জন দেবের কীর্তি নিয়ে তদন্ত যতই এগোচ্ছে ততই বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য। চরম উদ্বেগে ভুয়ো ভ্যাকসিন গ্রহীতারা। এই প্রেক্ষিতে শুক্রবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) হলফনামা দিয়ে রাজ্য সরকার জানিয়েছে, দেবাঞ্জনের ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে সম্ভবত দেওয়া হয়েছে আরও একটি ইঞ্জেকশন। তল্লাশির সময় দুই ধরনের ভায়াল উদ্ধার হয়েছে। সবুজ ঢাকনা দেওয়া ভায়ালের গায়ে কোভিশিল্ড স্টিকার লাগানো ছিল। সেই স্টিকারের নিচে ছিল অ্যামিকাসিনের স্টিকার। পাশাপাশি লাল রঙের ঢাকনাযুক্ত ভায়ালে লাগানো ছিল স্পুটনিক ভি-র স্টিকার। তার নিচে ছিল ট্রায়ামসিনোলোন অ্যাসিটোনাইড বা ন্যাডিকোর্ট ইঞ্জেকশনের স্টিকার।   

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram