Fake Vaccine Update: দেবাঞ্জনের বাড়ি থেকে উদ্ধার হওয়া ভায়াল পাঠানো হল নাইসেডে

Continues below advertisement

দেবাঞ্জন দেবের (Debanjan Deb) বাড়ি থেকে পুলিশ আধিকারিকরা প্রচুর ভায়াল উদ্ধার করেন। পাশাপাশি উদ্ধার করা হয় প্রচুর স্টিকারও। তদন্তকারীরা মনে করছেন, এগুলো সবই জাল ভ্যাকসিন। তবুও পরীক্ষার প্রয়োজন রয়েছে। তাই পুলিশের তরফে সেগুলি স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। ইতিমধ্যেই সেখানে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। এগুলি মানবশরীরে গেলে কোনও বিষক্রিয়ার সম্ভাবনা রয়েছে কি না, তা জানতে এবার এই ভায়ালগুলি পাঠানো হল নাইসেডে (NICED)। ভ্যাকসিনের বিষয় যেহেতু নাইসেড নোডাল এজেন্সি (Nodal Agency), তাই নাইসেডের ল্যাবরেটরিতে পরীক্ষা করানো হবে। নাইসেড পরীক্ষা করে দেখবে ভুয়ো ভ্যাকসিনে কী কী কম্পোজিশন ছিল।

এদিকে, ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে (Fake Vaccination Camp) দেবাঞ্জন দেবের আরও এক সহযোগী গ্রেফতার। ধৃতের নাম ইন্দ্রজিত্‍ সাউ। ট্যাংরার বাসিন্দা ওই ব্যক্তি দেবাঞ্জনের সংস্থায় কাজ করতেন। পুলিশের দাবি, সিটি কলেজে (City College) ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজক ছিলেন ইন্দ্রজিত্‍। তিনিই দেবাঞ্জনকে সিটি কলেজের ক্যাম্পে নিয়ে যান। গতকাল সেন্ট্রাল মেট্রো স্টেশনের (Central Metro Station) কাছে বি বি গাঙ্গুলি স্ট্রিট থেকে দেবাঞ্জনের ওই সহযোগীকে গ্রেফতার করে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। আর কোথায় দেবাঞ্জন ভুয়ো ক্যাম্পের আয়োজন করেছিলেন, ইন্দ্রজিৎকে জেরা করে তা জানার চেষ্টা চলছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram