Fire At Park Street: আয়ত্তে আনা যাচ্ছে না আগুন, পার্ক স্ট্রিট-অগ্নিকাণ্ডে দমকলের ইঞ্জিনের সংখ্যা বেড়ে ৮

Continues below advertisement

ফের পার্ক স্ট্রিটে (Park Street) আগুন। এপিজে হাউসের (Apeejay House) পাঁচতলা থেকে অনর্গল ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে, পৌঁছেছে পুলিশ। খালি করা হয়েছে এপিজে হাউস। কর্মীদের নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়েছে। দমকল মন্ত্রীও কিছুক্ষণের মধ্যেই আসবেন বলে জানা যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ভাঙা হয়েছে জানলার কাঁচ। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram