Fire Crackers: গতবারের নিয়ম বহাল রেখে এবছরও যে কোনও ধরনের বাজিতে নিষেধাজ্ঞা হাইকোর্টের | Bangla News

Continues below advertisement

যে কোনও ধরনের বাজির ওপর এবছরও স্থগিতাদেশ। গত বছরের নির্দেশিকা বহাল। স্থগিতাদেশ জারি কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। কোন ধরনের বাজি পোড়ানো যাবে না। বেঁচে থাকার অধিকার মৌলিক অধিকার। বৃহত্তর স্বার্থের কথা ভেবে ক্ষুদ্র স্বার্থ উপেক্ষা করতে হয়। পরিবেশ বান্ধব বাজি চিহ্নিত করার কোন উপায় পুলিশের কাছে নেই। পুলিশের পক্ষে বাজি চিহ্নিত করা অসম্ভব। করোনা প্রতিদিন বাড়ছে। যাদের শ্বাস যন্ত্রের সমস্যা আছে তারা আরও বেশি সমস্যা হতে পারে। কালীপূজা, ছটপূজা, গুরুনানক জন্মদিন, বড়দিনেও বাজি নিষিদ্ধ। বাজির ক্রয় বিক্রয়ের ওপরও নিষেধাজ্ঞা। পুলিশ কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা করবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram