Firhad Hakim: হাজরা পার্কে হকারদের পুনর্বাসনের জন্য তৈরি নতুন স্টল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে ফিরহাদ

Continues below advertisement

হাজরা পার্কে (Hazra Park) হকারদের পুনর্বাসনের জন্য তৈরি নতুন স্টল। পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে ফিরহাদ হাকিম (Firhad Hakim)। নবনির্মিত নতুন স্টলের বণ্টন নিয়ে অস্বচ্ছতার অভিযোগ। ‘লটারি করে স্টল বণ্টন হয়েছে। কেউ সামনের সারিতে, কেউ পেছনের সারিতে স্টল পেয়েছেন। সবাইকে পছন্দসই স্টল দেওয়া সম্ভব নয়। জানালেন ফিরহাদ হাকিম। তিনি আরও বলেন "মোট ১৮৭টি দোকান রয়েছে। ওখানে হকারদের জন্য মন তৈরি হবে। আমি তাঁদের এক বছরের অসুবিধা না ভেবে সারা জীবনের সুবিধার কথা ভাবতে অনুরোধ করেছি।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram