Firhad Hakim: 'কর্পোরেশনের কাজকে স্বচ্ছতার চূড়ায় নিয়ে যাব', ফের মেয়র হয়ে বললেন ফিরহাদ | Bangla News

Continues below advertisement

কলকাতা পুরসভার মেয়র পদে আজ শপথ নেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তাঁর সঙ্গেই শপথ নিলেন ডেপুটি মেয়র, চেয়ারপার্সন ও মেয়র পারিষদরা। শপথবাক্য পাঠ করান প্রোটেম চেয়ারম্যান রাম পেয়ারি রাম। দ্বিতীয়বারের জন্য মেয়রের চেয়ারে বসলেন তিনি। পরিকল্পনা হিসেবে তিনি বলেন, "পুরসভার সব দফতর অনলাইনে করে দিয়ে কাজকর্মকে স্বছতার চূড়ায় নিয়ে যাওয়া, যাতে ফের কেউ না বলতে পারে চোরপরেশন। মেয়র হিসেবে আমি দায়বদ্ধ। নেত্রীর নির্দেশে রিপোর্ট কার্ড বের করে মানুষকে জানানো হবে। ৬ মাস অন্তর মানুষকে রিপোর্ট কার্ড জানানো হবে।" 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram