Firhad on Fake Vaccine: আদালতে জমা পড়বে নকল ভ্যাকসিনের ফরেন্সিক রিপোর্ট, জানালেন ফিরহাদ হাকিম

Continues below advertisement

ভুয়ো ভ্যাকসিনেশন কাণ্ড নিয়ে ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, ‘আমি সায়েন্সের ছাত্র নই। ভ্যাকসিনে কি কেমিক্যাল ব্যবহার করা হয়েছে, তা ফরেন্সিক পরীক্ষা থেকে জানা যাবে। এই কেমিক্যাল মানুষের দেহে কি প্রতিক্রিয়া করতে পারে তাও পরীক্ষা থেকেই জানা যাবে। পরীক্ষা করার পর রিপোর্ট আদালতে জমা দেওয়া হবে।’

অন্যদিকে, ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে (Fake Vaccination Camp) দেবাঞ্জন দেবের আরও এক সহযোগী গ্রেফতার। ধৃতের নাম ইন্দ্রজিত্‍ সাউ। ট্যাংরার বাসিন্দা ওই ব্যক্তি দেবাঞ্জনের সংস্থায় কাজ করতেন। পুলিশের দাবি, সিটি কলেজে (City College) ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজক ছিলেন ইন্দ্রজিত্‍। তিনিই দেবাঞ্জনকে সিটি কলেজের ক্যাম্পে নিয়ে যান। গতকাল সেন্ট্রাল মেট্রো স্টেশনের (Central Metro Station) কাছে বি বি গাঙ্গুলি স্ট্রিট থেকে দেবাঞ্জনের ওই সহযোগীকে গ্রেফতার করে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। আর কোথায় দেবাঞ্জন ভুয়ো ক্যাম্পের আয়োজন করেছিলেন, ইন্দ্রজিৎকে জেরা করে তা জানার চেষ্টা চলছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram