Fuel Price: '১০০ টাকা দিয়ে তেল ভরাব নাকি সংসার চালাব?' জ্বালানির ক্রমাগত মূল্যবৃদ্ধিতে চিন্তায় মাথায় হাত মধ্যবিত্তের

Continues below advertisement

কলকাতায় সেঞ্চুরির আরও কাছে পেট্রোল। পাল্লা দিয়ে বাড়ল ডিজেলের দাম। আজ কলকাতায় লিটার প্রতি ৩৩ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ৯৮ টাকা ৩০ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ২৫ পয়সা। ফলে ডিজেলের নতুন দাম ৯১ টাকা ৭৫ পয়সা। ক্রমাগত জ্বালানির দাম বাড়ায় প্রভাব পড়েছে বাজারে। জিনিসপত্রের আগুন দামে মাথায় হাত মধ্যবিত্তের। 

পেট্রোল পাম্পে তেল ভরতে আসা এক বাইক চালক ও আরোহীর কথায়, "এবার মনে হচ্ছে বাইক ছেড়ে সাইকেলই চালাতে হবে। নয়তো হেঁটে ঘুরতে হবে। আর বাইক চালানোর মতো পরিস্থিতি থাকছে না। ১০০ টাকার তেল ভরাব নাকি সংসার চালাব ১০০ টাকা দিয়ে? তেল ভরব নাকি খাব।"

অন্য এক ব্যক্তি বলেন, "তেলের দাম বাড়লে অন্য সব জিনিসের দাম বাড়বে। সরকারকে অবশ্যই দেখতে হবে যাতে কোথাও একটা দাম দাঁড় করানো যায়।" অন্যজন বলছেন, "গরুর গাড়ি দিন আবার ফিরে আসার মতো সময় এসেছে। জ্বালানির দাম বেড়ে চলায় আমাদের সত্যি সমস্যা হচ্ছে।"

রানাঘাটে যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়েছে। রেললাইন থেকে যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলির খোল। ওই যুবকের নাম অমিত রায়।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram