Garden Reach-Maheshtala Drainage: উধাও খাল! জমা জলের সমস্যা বুঝতে গিয়ে মাথায় হাত পুরকর্তাদের

Continues below advertisement

খাল সংস্কারে গিয়ে দেখা গেল খালই উধাও! মনিখালির সম্প্রসারিত অংশের অস্তিত্ব নেই ২০ বছর আগেই। গার্ডেনরিচ, মহেশতলার জল বেরোয় এই সম্প্রসারিত অংশ দিয়ে। জমা জলের সমস্যা বুঝতে আজ এলাকা পরিদর্শন পুর প্রশাসকমণ্ডলীর পরিদর্শনে গিয়ে দেখা গেল নিকাশি খালের অস্তিত্বই নেই। অথচ জল নিকাশির জন্য রয়েছে ৫টি পাম্প। খাল বুজিয়ে হয়ে গিয়েছে সারি সারি দোকান। জমা জলের সমস্যা দূর করার উপায় খুঁজছেন পুর প্রশাসকরা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram