Garia Vaccination Contro: রাত ৩টে থেকে লাইন দিয়েও অমিল ভ্যাকসিন, উত্তেজনা গড়িয়ার পুর-স্বাস্থ্যকেন্দ্রে
গড়িয়ায় (Garia) কলকাতা পুরসভার ১১ নং ওয়ার্ডে ভ্যাকসিন (Covid Vaccine) দেওয়াকে কেন্দ্র করে পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে বিশৃঙ্খলা। অভিযোগ, রাত ৩টে থেকে লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন না পেয়ে ফিরে যেতে হচ্ছে। স্বাস্থ্যকেন্দ্রে নাম লেখানোর জন্য স্বাস্থ্যকর্মীদের দেখা পাওয়া যায়নি বলেও অভিযোগ। আবার নিয়ম বহির্ভূতভাবে অনেকেই ভ্যাকসিন পেয়ে যাচ্ছেন বলে অভিযোগ। পুরসভার তরফে নির্দিষ্ট করে কিছু না জানানোয় উত্তেজনা ছড়ায়। যদিও একাংশের দাবি, ভ্যাকসিন প্রক্রিয়া সুষ্ঠুভাবেই চলছে। স্থানীয় এক বাসিন্দা জানান, এলাকায় ক্লাবগুলিতে ভ্যাকসিন দেওয়ার জন্য নাম লেখাতে হচ্ছে। কিন্তু এই বিষয়ে কিছুই জানতেন না তাঁরা। যারা রাত থেকে লাইন দিয়েছেন তাঁদের কেন ভ্যাকসিন দেওয়া হবে না সেই প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা। গতকালও লাইন দিয়ে তাঁরা ভ্যাকসিন পাননি বলে অভিযোগ। তবে এই ভ্যাকসিন সমস্যা নিয়ে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।