Gariahat Double Murder: মিষ্টি কিনে আর বিজয়া সারতে যাওয়া হয়নি সুবীর চাকীর| Bangla News
কথা ছিল, কাঁকুলিয়ার বাড়ি থেকে বেরিয়ে বিজয়া করতে যাবেন। সেই মতো, গড়িয়াহাটের একটি দোকান থেকে মিষ্টিও কিনেছিলেন। কিন্তু, বিজয়া করতে আর যাওয়া হয়নি। তার আগেই কাঁকুলিয়ার বাড়িতে খুন হন কর্পোরেট কর্তা সুবীর চাকী।
গড়িয়াহাটের কাছে কাঁকুলিয়ার বাড়ি থেকে বেরিয়ে বিজয়া করতে যাওয়ার কথা ছিল। সেই জন্য মিষ্টিও কিনেছিলেন। কিন্তু, তা আর হল না। রবিবার কাঁকুলিয়ার পৈতৃক বাড়িতে পৌঁছনোর পরেই খুন হন কর্পোরেট কর্তা সুবীর চাকী। খুন হওয়ার আগে, দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের একটি দোকান থেকে মিষ্টি কিনেছিলেন নিহত কর্পোরেট কর্তা!! শেষবার তাঁকে এখানেই দেখা যায়। শুধু মিষ্টি কেনাই নয়...নিজে মিষ্টি খেয়েছিলেন। গাড়ি চালককেও মিষ্টি খাইয়েছিলেন সুবীর চাকী। তাঁরই সঙ্গে যে গাড়ির চালককেও পরে খুন করে আততায়ীরা। রবিবার বিকেল চারটে চল্লিশ নাগাদ মিষ্টির দোকানে আসেন সুবীর চাকী। মিষ্টির দোকানের কর্মীর সঙ্গে নানা কথা বলেন তিনি। বিজয়া করার জন্য তিন প্যাকেট মিষ্টি কেনেন। মিষ্টি কেনার টাকা কার্ডে পেমেন্ট করেন তিনি। বেরনোর সময় মিষ্টির দোকানের কর্মীকে বিজয়ার শুভেচ্ছাও জানান তিনি। কিন্তু, এই দোকান থেকে বেরনোর কিছুক্ষণের মধ্যেই, গাড়ি চালক-সহ খুন হন সুবীর চাকী। সদা হাস্যময়...যে মানুষটা কিছুক্ষণ আগে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছিলেন, তাঁকে এভাবে খুন হতে হয়েছে, তা কিছুতেই মেনে নিতে পারছেন না মিষ্টির দোকানের কর্মী। বিজয়া আর করা হয়নি। কাঁকুলিয়ার বাড়িতে আসার পরই খুন হন সুবীর চাকী। বাড়ির দোতলা থেকে উদ্ধার হয় তাঁর রক্তাক্ত, ক্ষতবিক্ষত মৃতদেহ। কাঁকুলিয়ার বাড়ি থেকে সুবীর চাকীর কোথায় যাওয়ার কথা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।