Gariahat Eve teasing: গড়িয়াহাটে মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ, প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
Continues below advertisement
গড়িয়াহাটে মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ মহিলার। অভিযোগ, রাস্তার কুকুরদের খাওয়াতে যাওয়ায়, শুনতে হচ্ছে কটূক্তি। গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত ব্য়ক্তি।
এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে ওই মহিলা বলেন, "বিগত এক বছর ধরে অর্থাৎ ২০২০ সালের মে-জুন মাস থেকে খোকন সর্দার নামে পাড়ার এক বাসিন্দা যিনি নিজেকে তৃণমূলের কর্মী ও সমাজসেবী বলে পরিচয় দেন তিনি আমায় কটূক্তি করছেন। কুকুরদের খাওয়াইয়ে বাড়ি ফেরার সময় আমায় কটূ মন্তব্য করেন। সবার সামনে খুব ভালভাবে ব্যবহার করেন। কুকুরদের খাইয়ে বাড়ি ফেরার সময় আমায় ফলো করেন। বাড়ির কাছাকাছি এসে আমাকে উনি বলেন, উনি আমায় পছন্দ করেন। উনি আমার সঙ্গে শারীরিক সম্পর্ক বানাবেন।" অভিযুক্ত প্রতিবেশী যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।
Continues below advertisement
Tags :
Kolkata ABP Ananda Eve Teasing ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla News Bengali News 18 July News Goriahat Gariahat Eve Teasing Bad Proposal