Gariahat Murder: তিনতলায় গাড়িচালককে মেরে, দোতলায় নেমে সুবীরবাবুকে খুন করে ভিকিরা, তদন্তে তথ্য| Bangla News
কাঁকুলিয়ার বাড়ির তিনতলায়, যখন সুবীর চাকীর গাড়িচালককে খুন করা হচ্ছে, তখনও দোতলায় বিশ্রাম নিচ্ছিলেন ওই কর্পোরেট কর্তা। তদন্তে এমনই তথ্য উঠে এসেছে বলে পুলিশ সূত্রে দাবি। গাড়িচালকের পরিণতির কথা টের পেলে, হয়তো পালিয়ে বাঁচতে পারতেন কর্পোরেট কর্তা। পুলিশ সূত্রে খবর, খুনের দিন কর্পোরেট কর্তা সুবীর চাকী এবং তাঁর গাড়িচালক রবীন মণ্ডল আগে কাঁকুলিয়ার বাড়িতে পৌঁছোন। সুবীর চাকী বাড়ির দোতলার ঘরে বিশ্রাম নিতে চলে যান। কিছুক্ষণ পর সেখানে পৌঁছোয় ভিকি ও তার সঙ্গীরা। বাড়ির দরজা খুলে দেন সুবীর চাকীর গাড়িচালক রবীন মণ্ডল। তিনিই ভিকিদের ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ি দেখান। তিনতলায় গিয়ে প্রথমে রবীন মণ্ডলকে খুন করে ভিকিরা। তখনও দোতলায় নিজের ঘরেই ছিলেন সুবীর চাকী। এরপর তিনতলা থেকে দোতলায় নেমে এসে, সুবীর চাকীর ঘরে গিয়ে, তাঁকে খুন করে ভিকি এবং তার সঙ্গীরা। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা এই খুনের উদ্দেশ্য ছিল লুঠপাট।
গ্রেফতারি এড়াতে পলাতক অভিযুক্তরা ঘন ঘন অবস্থান পাল্টাচ্ছে। জায়গা পাল্টে পুলিশকে বিভ্রান্ত করতে চেয়েছিল ধৃত জাহির গাজি। তদন্তকারীদের দাবি, পুলিশের নজর এড়াতে সুদূর সুন্দরবনের দ্বীপ বুড়াবুড়ির তটে গা ঢাকা দিয়েছিল জাহির। তার খোঁজে বৃহস্পতিবার রাতে সেখানে পৌঁছয় কলকাতা পুলিশ ও সুন্দরবন জেলা পুলিশের দল। তবে পুলিশের আসার খবর যাতে সে পায়, সে ব্যবস্থা জাহির আগেই করে রেখেছিল। পুলিশ রাতে সেখানে পৌঁছোতেই রাস্তায় কুকুরের দল চিৎকার জুড়ে দেয়। তা শুনেই, পুলিশ এসেছে বুঝে জায়গা পাল্টে ফেলে জাহির। শেষে শুক্রবার সকালে জাহিরকে গ্রেফতার করে তারা।