Gariahat Murder: কর্পোরেট কর্তা সহ জোড়া খুনে ধৃত মহিলা, খোঁজ চলছে বড় ছেলের। Bangla News

Continues below advertisement

লোভ, লুঠের অভিসন্ধি, ভয়, খুন। কলকাতার বুকে জোড়া হত্য়াকাণ্ডে প্রথম গ্রেফতারির পর এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের হাতে। কর্পোরেট কর্তা সুবীর চাকীর খুনের রহস্য উন্মোচন করল কলকাতা পুলিশ। ডায়মন্ড হারবার থেকে গ্রেফতার করা হল মিঠু হালদারকে। তার বড় ছেলে ভিকিই খুনি। তাকে জেরা করে পাওয়া তথ্য় বলে দাবি পুলিশের। কিন্তু মূল অভিযুক্ত ও তার সঙ্গীরা এখনও অধরা। দ্রুত অবস্থান বদলে পুলিশকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে ভিকি। এমনটাই খবর পুলিশ সূত্রে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram