শিরোনাম: কাঁকুলিয়া রোডে জোড়া হত্যাকাণ্ডে গ্রেফতার মহিলা, চলছে ছেলের খোঁজ। Bangla News

Continues below advertisement

কাঁকুলিয়া রোডে কর্পোরেট কর্তা-সহ জোড়া খুনে প্রথম গ্রেফতার। ডায়মন্ড হারবার থেকে গ্রেফতার মিঠু হালদার। খুনে জড়িত সন্দেহে মিঠুর বড় ছেলের খোঁজে তদন্তকারীরা।

বাড়ি বিক্রির বিজ্ঞাপন দেখে ক্রেতা আছে বলে যোগাযোগ করে মিঠুর বড় ছেলে। সুবীর চাকীতে ডেকে পরিকল্পনা ছিল টাকা নিয়ে পালানোর। চিনে ফেলায় আংটি, মানিব্যাগ হাতিয়ে খুন। গোয়েন্দা সূত্রে খবর।

সঙ্গী নিয়েই কাঁকুলিয়ায় কর্পোরেট কর্তা সহ দুজনকে খুন করে ভিকি। বারবার ফোন নম্বর বদল করছে খুনে অভিযুক্ত ভিকি। লোকেশন পাল্টে গোয়েন্দাদের ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, সূত্রের খবর।

২০২০ সালে ছেলেদের সাহায্যে নিজের স্বামীকে খুনের চেষ্টা করেন মিঠু হালদার। মিঠু ও তাঁর দুই ছেলেকে গ্রেফতার করে পুলিশ। স্বামীর সঙ্গে ঝামেলার পরেই ছাড়েন শ্বশুরবাড়ি। গোয়েন্দা সূত্রে খবর।

মৃত্যুর দিন বিজয়া সারতে গড়িয়াহাটের দোকান থেকে ৩ প্যাকেট মিষ্টি কেনেন সুবীর চাকী। গাড়িচালককে নিয়ে নিজেও খান মিষ্টি। এবিপি আনন্দের হাতে এক্সক্লুসিভ ফুটেজ।

কন্যাসন্তান হওয়ায় একবালপুরে সদ্যোজাত শিশুকন্যাকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে। ২ কন্যাসন্তান হওয়ায় বাঁকুড়ায় শিশুকন্যাকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে। উদ্ধার দেহ।

বাংলাদেশে অশান্তির নেপথ্যে মূল চক্রান্তকারীকে চিহ্নিত করেছে পুলিশ। বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে খবর। আজ পুলিশের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে তথ্য প্রকাশ্যে আনা হবে। সূত্রের খবর।

অশান্তির ছবি প্রকাশ করায় বাংলাদেশে ইসকনের ট্যুইটার হ্যান্ডেল বন্ধের অভিযোগ। এখনও বন্ধ হয়নি হিংসা, দাবি ইসকনের। শনিবার ১৫০ দেশে প্রতিবাদ কর্মসূচি।

বাংলাদেশে গণহত্যা নিয়ে চুপ কেন মোদি সরকার? আমরা কি ভয় পাচ্ছি? বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর ট্যুইটে অস্বস্তিতে গেরুয়া শিবির। যা বলার কেন্দ্রীয় নেতৃত্ব বলবে, প্রতিক্রিয়া সুকান্তর।

বাংলাদেশ হিংসা নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত। 

আগরায় লকআপে পিটিয়ে মারার অভিযোগ। মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাতের পথে প্রিয়ঙ্কাকে হেফাজতে নিল যোগী সরকারের পুলিশ। পরে অনুমতি। মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ প্রিয়ঙ্কার।

লখিমপুর-তদন্তে সুপ্রিম কোর্টে অস্বস্তিতে যোগী সরকার। ৩৪ জন সাক্ষী সত্ত্বেও মাত্র ৪ জনের বয়ান রেকর্ড কেন? প্রশ্ন প্রধান বিচারপতির। স্টেটাস রিপোর্ট পেশে বিলম্ব নিয়েও উষ্মা।

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে ৪০ শতাংশ মহিলা প্রার্থী দেবে কংগ্রেস। জানালেন প্রিয়ঙ্কা। পথ দেখিয়েছেন মমতাই, খোঁচা তৃণমূলের।  

গরিবদের লুঠ করলে রেয়াত নয়। যেখানেই থাকুক, যত শক্তিশালীই হোক, সহ্য করবে না নতুন ভারত। সিবিআই-সিভিসি-র সম্মেলনে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর।

মাদককাণ্ডে শাহরুখ-পুত্রর ফের খারিজ জামিনের আর্জি। বলিউড অভিনেত্রীর সঙ্গে আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাটে মাদক নিয়ে কথোপকথন। দাবি এনসিবি-র। হাইকোর্টে যাচ্ছে শাহরুখের পরিবার।

এবার কি তৃণমূলে অভিনেত্রী অঞ্জনা বসু ? জল্পনা বাড়িয়ে সল্টলেকে সব্যসাচী দত্তের বাড়ির লক্ষ্মীপুজোয় হাজির বিজেপি নেত্রী। তৃণমূলে যাব কিনা ঈশ্বর জানেন, মন্তব্য অঞ্জনার।

কাজে যোগ দিয়েছেন অধিকাংশ আন্দোলনকারী জুনিয়র ডাক্তার। পরিষেবা স্বাভাবিক আরজি করে, দাবি কর্তৃপক্ষের। প্রিন্সিপালের অপসারণের দাবিতে অনড় আন্দোলনকারীরা।

বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। জয়গাঁয় তোর্সার তোড়ে ভাসল ২ শিশু। তিস্তার জলে ডুবেছে রাস্তা। কালিম্পং, গ্যাংটকগামী জাতীয় সড়কে ধস।


ষ্টি বিধ্বস্ত উত্তরাখণ্ডে আটকে বাংলার বহু পর্যটক। নৈনিতালে আটকে শিবপুরের চিকিৎসক পরিবার। যোগাযোগ বিচ্ছিন্ন বাগনানের ৫ পর্যটকের। আলমোড়ায় আটকে হুগলির ৬ জন।

হামলা-ভাঙচুর-আগুন, উৎসবের আবহে অশান্ত বাংলাদেশ। ‘বাংলার সরকার চুপ কেন ?’ আক্রমণ বিজেপির। ‘বাংলাদেশ নিয়ে কেন নীরব প্রধানমন্ত্রী ? পাল্টা তৃণমূল। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram