Garihat Murder: ৫০ হাজার টাকার টোপ দিয়ে ৩ জনকে জোগাড় মিঠুর! ছুরি কিনে তৈরি জোড়া খুনের ‘ব্লু প্রিন্ট’| Bangla News
Continues below advertisement
গড়িয়াহাটে সুবীর চাকী এবং তাঁর গাড়ির চালক খুনের ঘটনায় তদন্তকারীদের হাতে উঠে এল বেশ কিছু নতুন তথ্য। সূত্রের খবর, সুবীর চাকীর খুনের ঘটনায় অন্যতম দোষী মিঠু হালদার মোট ৩ জনকে এই অপারেশনের জন্য ঠিক করেছিলেন। ট্রেনে যাতায়াতের সূত্রে এই ৩ জনের সঙ্গে যোগাযোগ হয় তাঁর। এই ৩ জন যুবকই আগে বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। ৩ জনকে ৫০ হাজার টাকা দেওয়ার টোপ দিয়েছিলেন মিঠু। এবং বাকি ২ জনের মধ্যে ১ জন মিঠু হালদারের ছেলে ভিকি হালদার। ভিকি হালদার ফার্ন রোডের একটি জায়গায় কাজ করতেন। সেখান থেকে আরও ১ জনকে নিয়ে আসেন তিনি। মোট ৫ জন মিলে এই গোটা অপারেশন চালায়। খুনে ব্যবহৃত অস্ত্র কেনেন ভিকি হালদার নিজেই।
Continues below advertisement
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Gariahat Twin Murder Murder At Gariahat Gariahat Dual Murder Gariahat Murder Updates Mithu Haldar Murder At Kankulia Subir Chaki Murder Updates Viki Haldar Gariahat Dual Murder Latest Update