Kolkata: পুলিশের উর্দি গায়ে চাপিয়ে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট, যাদবপুরের তরুণীকে সতর্ক করল লালবাজার
Continues below advertisement
পুলিশ না হয়েও কলকাতা পুলিশের উর্দি পরে সোশাল মিডিয়ায় পোস্ট! অভিযোগ, সেই সব পোস্টে নিজেকে ট্রাফিক সার্জেন্ট বা এসআই বলে জাহির করতেন তরুণী। যাদবপুরের বাসিন্দা সেই তরুণী ও তাঁর পরিবারকে লালবাজারে ডেকে সতর্ক করে দিল পুলিশ।
ভুয়ো সিবিআই অফিসার, ভুয়ো আইপিএসের পর এবার ভুয়ো এনফোর্সমেন্ট ডিরেক্টর অফিসার। এবার ভুয়ো ইডি অফিসারের প্রতারণার শিকার হলেন শান্তনু সেন। তৃণমূল সাংসদ শান্তনু সেন লালবাজারে এই ব্যাপারে অভিযোগ করলেন তৃণমূল সাংসদ। জানা গিয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসার পরিচয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেনকে প্রতারণার চেষ্টা করছেন এক ব্যক্তি। তৃণমূল সাংসদ যে অভিযোগ করেছেন তাতে জানিয়েছেন, এক ব্যক্তি তাঁকে ফোন করছেন। নিজেকে নাকি ইডি অফিসার বলে পরিচয়ও দিয়েছেন সেই ব্যক্তি।
Continues below advertisement
Tags :
ABP Ananda Lalbazar Kolkata Police Jadavpur ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Fake Police Officer Sulagna Ghosh