Enforcement Directorate: বিদেশে 'পাচার' ১৭০০ কেজি সোনা! বালিগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ইডি-র হানা

Continues below advertisement

বালিগঞ্জে (Ballygunge) স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ইডি-র হানা। প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকা ও ১৭০০ কেজি সোনা বিদেশে পাচারের অভিযোগ। বিদেশি মুদ্রা লঙ্ঘন আইনে গণেশ জুয়েলার্সের মালিকের বিরুদ্ধে মামলা রুজু হয়। এদিন সকালে স্বর্ণ ব্যবাসায়ী পারেখ পরিবারের বালিগঞ্জের বাড়িতে হানা দেন ইডি-র (ED) আধিকারিকরা। এই ঘটনায় সিবিআই (CBI), রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank) ও ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্সও তদন্ত করছে।

এদিকে, দেবাঞ্জনকে (Debanjan Deb) ফের হেফাজতে নিতে চাইছে লালবাজার (Lalbazar)। কসবা ভ্যাকসিনকাণ্ডে (Kasba Fake Vaccination) জেল হেফাজত হয়েছিল দেবাঞ্জনের। আজ তাঁকে ফের আদালতে পেশ করবে পুলিশ। সিটি কলেজে (City College) টিকা ক্যাম্প মামলায় হেফাজতে নিতে আবেদন। দেবাঞ্জনকে হেফাজতে নিতে আদালতে আবেদন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram