Haridevpur: হরিদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর ঘটনায় সাসপেন্ড অফিসার

Continues below advertisement

হরিদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হওয়ার ঘটনায় সাসপেন্ড করা হল এক অফিসারকে। গাফিলতির অভিযোগে পৈলানের স্টেশন ম্যানেজারকে সাসপেন্ড করা হয়েছে। বিদ্যুৎ নিগমের তদন্তের অফিসার গাফিলতির প্রমাণ। অভ্রজ্যোতি বড়ুয়াকে সাসপেন্ড করল বিদ্যুৎ নিগম। আরও ২ অফিসারকে সতর্ক করে চিঠি দিয়েছে নিগম। বিদ্যুতের তারের রক্ষণাবেক্ষণে গাফিলতির প্রমাণ মিলেছে। 

অন্যদিকে, মালদার কালিয়াচক খুন কাণ্ডে (Kaliachak Murder Case) ফের উঠে এল চাঞ্চল্যকর তথ্য। মূল অভিযুক্ত আসিফ মহম্মদের (Aif Muhammad) বন্ধু সাব্বিরকেও গ্রেফতার করা হয়। সেই সাব্বিরের বাড়ি থেকে স্কুলের ব্যাগের মধ্যে উদ্ধার হয়েছিল আগ্নেয়াস্ত্র। আজ তার বাড়িতে তল্লাশি চালায় সিআইডি-র (CID) একটি দল। তার বাড়ি থেকে প্রচুর প্লাইউড ও মার্বেল পাওয়া গেছে। এগুলি কী কারণে মজুত করা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যে ৫টি গর্ত করা হয়েছিল, সেখানেই এগুলি ব্যবহার করেছিল আসিফ। এরপর সেই গর্তে পাইপলাইনের মাধ্যমে জল প্রবেশ করিয়ে খুন করেছিল আসিফ। আসিফের ল্যাপটপটির সার্চ ইঞ্জিনের সন্ধান পেয়েছেন গোয়েন্দারা। ডার্ক ওয়েবে ব্যবহৃত হয় এই সার্চ ইঞ্জিন। সেই সূত্রে কোনও অপরাধমূলক কাজে আগে থেকেই আসিফ যুক্ত ছিল কিনা তার তদন্ত করা হচ্ছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram