Mamata Banerjee PC: পুজোর আগে প্রাথমিকে সাড়ে ২৪ হাজার, পরে আরও ৭ হাজার শিক্ষক নিয়োগ রাজ্যে, নবান্নে ঘোষণা মমতার
আজ সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ‘১৪ হাজার আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হবে। প্রাথমিকে ১০ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ করা হবে। পুজোর আগেই সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার। পুজোর পরে আরও ৭ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। মেধার ভিত্তিতে স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে। কারও কাছে লবি করার প্রয়োজন নেই, মেধার ভিত্তিতে নিয়োগ হবে। আদালতে মামলা চলছিল বলে এতদিন নিয়োগ আটকে ছিল।‘ এর পাশাপাশি তিনি আরও বলেন, ‘২৬ তারিখ বান হবে, তার জন্যও প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিছু জায়গায় ডিভিসি জল ছাড়ছে। মালদায় পরপর মৃতদেহ উত্তরপ্রদেশ থেকে নদীতে ভেসে এসেছে। বাংলায় করোনার সংক্রমণ অনেকটাই কমেছে। এখন সংক্রমণ ৪ শতাংশের মতো, ভোটের সময় ৩২ শতাংশ হয়েছিল। ২১ তারিখ থেকে আরও ১৭ লক্ষ ভ্যাকসিন দেওয়া হবে। তৃতীয় ঢেউয়ের জন্য বাচ্চাদের আরও সতর্ক রাখতে হবে।‘