Health Commission: করোনা রোগীর চিকিৎসায় অনিয়ম ও দুর্ব্যবহারের অভিযোগ, কলকাতার হাসপাতাল ও একটি নার্সিংহোমকে জরিমানা। Bangla News

Continues below advertisement

করোনা রোগীর চিকিত্সায় অনিয়ম ও দুর্ব্যবহারের অভিযোগে কলকাতার একটি হাসপাতাল ও একটি নার্সিংহোমকে জরিমানা করল স্বাস্থ্য কমিশন। দুর্ব্যবহারের জন্য রোগীর আত্মীয়ের কাছে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইবারও নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য কমিশনের নির্দেশনামায় বলা হয়েছে, সিআইটি রোডের হরাইজন লাইফ লাইন নার্সিংহোম দীপ্তি ভট্টাচার্য নামে ওই রোগিণীকে অন্য হাসপাতালে স্থানান্তরের সময় চিকিত্সা সংক্রান্ত নথি ও ডিসচার্জ সামারি সঠিকভাবে দেয়নি। রোগিণীর করোনা পরীক্ষার রিপোর্টও ৭ দিন বাদে দেওয়া হয়। অভিযোগের প্রেক্ষিতে ওই নার্সিংহোমকে ৫ লক্ষ টাকা জরিমানা করেছে স্বাস্থ্য কমিশন। অন্যদিকে, করোনায় মৃত রোগী অলক ঘোষের পরিবারের সঙ্গে দুর্ব্যবহার ও বকেয়া বিলের কারণ দেখিয়ে রোগীর মৃতদেহ আটকে রাখার অভিযোগ ওঠে আলিপুরের CMRI হাসপাতালের বিরুদ্ধে। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার জরিমানা ও হাসপাতালের সিইও-কে মৃত রোগীর পরিবারের কাছে লিখিতভাবে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন। নার্সিংহোম ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দেশনামা খতিয়ে দেখে প্রতিক্রিয়া জানানো হবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram