Morning Headline: উত্তরপ্রদেশ ভোটে BJP-র জয় নিয়ে তুঙ্গে মমতা-শুভেন্দু তরজা, সঙ্গে আরও খবর।Bangla News

Continues below advertisement

রাজ্যে জয়ের পর আমদাবাদে রোড শো মোদির। উত্তরপ্রদেশে ইভিএমের কারসাজিতে জয়। ইভিএমের ফরেন্সিক পরীক্ষার দাবি মমতার। পুরভোটের সিসিটিভির ফরেন্সিক হোক, পাল্টা শুভেন্দু।

৪ রাজ্যে জিতে ডুগডুগি বাজাচ্ছে কেন্দ্র, ২০২৪-এ কী হবে কেউ জানে না। দাবি মমতার। চাপ বাড়ানোর কৌশল, খোঁচা পিকে-র। বেনারসে মমতাই বলেছিলেন এটা সেমিফাইনাল, পাল্টা শুভেন্দু।

কংগ্রেসের অবস্থা খারাপ, আঞ্চলিক দলগুলিকে একজোট হতে হবে, জোট-বার্তা মমতার।

 ৪ রাজ্যে জয়ের পরেই দুদিনের গুজরাত সফরে প্রধানমন্ত্রী। গাঁধীনগরে মায়ের সঙ্গে দেখা করলেন নরেন্দ্র মোদি। 

গোয়ায় ভোটের পরেই দলত্যাগ মারগাঁওয়ের পরাজিত তৃণমূল প্রার্থীর। ৩ মাসের মধ্যে ৬ শতাংশ ভোট তৃণমূলের। এমজিপি কী করবে তাদের সিদ্ধান্ত, জানালেন মমতা। গোয়ায় গোল্লা তৃণমূলের, কটাক্ষ লকেটের।

 গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের রক্ষাকবচের আবেদন খারিজ হাইকোর্টে। গৃহবন্দি থাকার মতো অবস্থা নয়, মনে করছে আদালত। সিবিআই-এর চা খেতে হবে, খোঁচা সুকান্তর।

কয়লা পাচার মামলায় অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ। ইডির সমনকে চ্যালেঞ্জ করে অভিষেক-রুজিরার পিটিশন খারিজ করল দিল্লি হাইকোর্ট।

নবম-দশম শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআই অনুসন্ধানে দু’দিনের অন্তর্বর্তী স্থগিতাদেশ। শিক্ষক নিয়োগে স্বচ্ছতা কোথায় ? দেখে মনে হচ্ছে হিমশৈলের চূড়া মাত্র। পর্যবেক্ষণ হাইকোর্টের।

চাকরির দাবিতে মেয়ো রোডে অবস্থান বিক্ষোভ এসএসসির চাকরিপ্রার্থীদের। সামিল শুভেন্দু। বিরাট দুর্নীতি, আন্দোলনের যৌক্তিকতা আছে, দাবি বিরোধী দলনেতার। তৃণমূল আমলেই স্বচ্ছতা, পাল্টা কুণাল।

আনিস খুনের মামলায় হাইকোর্টে রিপোর্ট পেশ করল সিট। আমতা থানার ওসিকে ছুটিতে পাঠিয়ে দিয়েছেন, জিজ্ঞাসাবাদ করা হয়েছে ? সিটকে প্রশ্ন বিচারপতির। আজ ধর্মতলায় অনশনে অধীর।

 সাসপেনশন প্রত্যাহারের দাবিতে রাজ্যপালকে চিঠি বিজেপির সাসপেন্ডেড ২ বিধায়কের। বিধানসভার পোর্টিকোতে অবস্থান-বিক্ষোভ। প্রোটোকল ভাঙা হয়নি, জানালেন রাজ্যপাল।

ভোট শেষে এবার বাড়বে পেট্রোল-ডিজেলের দাম। আশঙ্কা জানিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতার। লখনউতে ডিজেলের দাম বাংলার থেকে ১২ টাকা কম। সেস কমাক বাংলা, পাল্টা বিজেপি।

 ভারতের দিক থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র পড়ল পাকিস্তানে। রুটিন দেখভাল চলাকালীন ক্ষেপণাস্ত্র পড়ে পাকিস্তানে। বিবৃতি স্বরাষ্ট্রমন্ত্রকের। উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ, পিটিআই সূত্রে খবর।

বাজেট বক্তৃতা চলাকালীন অর্থমন্ত্রী চন্দ্রিমাকে বাধা বিজেপির। স্লোগানের পরে ওয়াক আউট। সামাজিক সুরক্ষার বাজেট, দাবি মুখ্যমন্ত্রীর। দিশাহীন রাজনৈতিক বাজেট, পাল্টা শুভেন্দু।

রাজ্য বাজেটে বাড়ি ও ফ্ল্যাট কেনাবেচায় স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড়ের মেয়াদ বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। সার্কেল রেটেও ১০ শতাংশ ছাড়।

 সিএনজি চালিত যানবাহনের উপর রেজিস্ট্রেশন ফি ও রোড ট্যাক্স ২ বছরের জন্য মকুব। ২ বছরের জন্য ব্যাটারি চালিত গাড়ির উপর রেজিস্ট্রেশন ও রোড ট্যাক্সও মকুব।

শ্রী সিমেন্টের সঙ্গে বিচ্ছেদ আসন্ন। বাংলাদেশের ক্লাবের আমন্ত্রণে রবিবার ঢাকা যাচ্ছেন ইস্টবেঙ্গল কর্তারা, খবর ক্লাবসূত্রে। বাংলাদেশি বিনিয়োগ নিয়ে জল্পনা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram