Kolkata Highcourt: কলকাতা হাইকোর্ট থেকে খেজুরিতে সভার অনুমতি নিল বিজেপি

Continues below advertisement

১৪৪ ধারা জারি করেন মহকুমাশাসক। অভিযোগ, সভার অনুমতিও দেয়নি পুলিশ। এই অবস্থায়, কলকাতা হাইকোর্ট থেকে খেজুরিতে সভা করার অনুমতি নিল বিজেপি। ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত খারিজ করে বিচারপতি জয় সেনগুপ্ত ২৬শে অগাস্টের শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দেন। তিনি বলেন, দুপুর ২ থেকে সন্ধে ৬টা পর্যন্ত সভার অনুমতি দেওয়া হচ্ছে। সভায় কোনও উস্কানিমূলক মন্তব্য করা যাবে না। সভায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করবেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার। এরপরই, বিচারপতি বলেন, এটা পুলিশ শাসিত রাজ্য নয় বা জরুরি অবস্থাও জারি হয়নি। এভাবে ১৪৪ ধারা জারি করা যায় না। এরপরই রাজ্য সরকারের আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি প্রশ্ন করেন যে, বিরোধীদের আটকাতে কেন বাচ্চাদের মত যুদ্ধ করছেন? অশান্তির কথা যদি বলেন, যাদবপুরে কি ১৪৪ ধারা জারি করেছেন? কোনও কারণ না দেখিয়ে সভার আগের দিন ১৪৪ ধারা জারি করলে, সন্দেহ হওয়া স্বাভাবিক। যে যে ঘটনার প্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করা যায় তার কোনটাই এখানে নেই। ভাঙড়েও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। খেজুরি তো আর ভাঙড় নয়। শুভেন্দুর সভা হবে আগামীকাল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram