Oxygen Crisis: এবিপি আনন্দর খবরের জের, অক্সিজেনের তীব্র সঙ্কট কাটিয়ে উঠল গড়িয়ার হাসপাতাল

Continues below advertisement

হাসপাতালে ৮০ জন করোনা রোগী, হাতে নামমাত্র অক্সিজেন! গড়িয়ার রেমেডি হাসপাতালে তীব্র অক্সিজেনের সঙ্কট। হাসপাতালের চিকিৎসকরা জানান, ‘হাতে যতটা অক্সিজেন, তাতে চলবে আর মাত্র আড়াই ঘণ্টা’। রোগীদের নিয়ে তীব্র সঙ্কট তৈরি হয়েছিল গড়িয়ার রেমেডি হাসপাতাল। দ্রুত কোনও ব্যবস্থা না করা গেলে কীভাবে রোগীদের প্রাণ বাঁচানো যাবে, তা নিয়ে তীব্র সংশয়ে ছিল হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু এবিপি আনন্দে এই খবর সম্প্রচারিত হওয়ার পরই বদলে গেল ছবিটা। কাটল সংকটের মেঘ।

পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেও ভ্যাকসিন-হয়রানির ছবি। হাসপাতালে ঝুলছে নো ভ্যাকসিন নোটিস। অভিযোগ, কুপন থাকলেও মিলছে না ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। জোগান কম থাকায় এই হয়রানি স্বীকার করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হুগলির শ্রীরামপুর পুর স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন-হয়রানি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ ২০০ জনকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। কিন্তু লাইনে দাঁড়িয়েছেন ৫০০ জনেরও বেশি। ফলে তৈরি হয় বিশৃঙ্খলা।

করোনা আবহে বাড়ছে অক্সিজেনের চাহিদা। পরিস্থিতির কথা মাথায় রেখে এবার বারুইপুর মহকুমা হাসপাতালে ২টি অক্সিজেন প্ল্যান্ট তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। সম্প্রতি বারুইপুর মহকুমা হাসপাতালে তৈরি হয় ১০০ বেডের কোভিড হাসপাতাল। এবার জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহযোগিতায় ওই হাসপাতালে বসানো হচ্ছে দু’ দুটি অক্সিজেন প্ল্যান্ট। সপ্তাহ দুয়েকের মধ্যে এখান থেকে অক্সিজেন সরবরাহ চালু করে দেওয়া যাবে বলে আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ। এর ফলে মিটবে অক্সিজেনের ঘাটতি। 

গোলপার্কের ফ্ল্যাট খালি করার জন্য শোভনকে নোটিশ দিল তার শ্যালকের সংস্থা। শোভন চট্টোপাধ্যায়কে আইনি নোটিশ শ্যালক শুভাশিস দাসের সংস্থার। শোভন চট্টোপাধ্যায়ের দাবি প্রতিহিংসা চরিতার্থ করতেই ফ্ল্যাট খালি করার নোটিশ পাঠানো হয়েছে। 

 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram