Hotel Hindusthan International Case: 'সি সি ক্য়ামেরা খারাপ ছিল পার্টির দিন', আবগারি বিভাগকে জানাল HHI কর্তৃপক্ষ

Continues below advertisement

করোনা-কালে ক্যামেরার রক্ষণাবেক্ষণ না হওয়ায়, সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করা যাচ্ছে না। আবগারি দফতরকে জানাল হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল। এই তথ্য জানার পর গতকাল হোটেলে যান আবগারি দফতরের অফিসাররা। HHI কর্তৃপক্ষকে দ্রুত ফুটেজ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, ইতিমধ্যেই ফুটেজ জমা দিয়েছে পার্ক হোটেল কর্তৃপক্ষ। সেই ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। 

অন্যদিকে, দিল্লির (Delhi) পথে রওনা হলেন রাজ্য়পালের (Jagdeep Dhankhar)। জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission of India) রিপোর্ট নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে আলোচনার জন্য তিনি আজ ১০টা ২০-র ফ্লাইটে দিল্লি রওনা দিয়েছেন। সম্প্রতি  জাতীয় মানবাধিকার কমিশন ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টে তাদের রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্টে রাজ্য পুলিশ, প্রশাসন এবং শাসক দলের ভূমিকার কড়া সমালোচনা করা হয়েছে। রাজভবন সূত্রে খবর, এই রিপোর্ট নিয়ে কেন্দ্রের সঙ্গে বিস্তারিত আলোচনার জন্যই রাজ্যপালের এই আচমকা দিল্লি যাত্রা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram