Womens Day 2021: অ্যাসিডে ঝলসে গেছে শরীর, ফুরিয়ে যাননি কাকলি

Continues below advertisement

সালটা ২০১৬। চারিদিকে দিনের আলো খটখটে। শুনশান রাস্তা। কোলে ছোট্ট মেয়েকে নিয়ে ডাক্তারখানার পথে একটি মেয়ে। হঠাৎ পিছন থেকে এসে পড়ল গরম তরল। কিছু বুঝে ওঠার আগেই তাঁর মনে হল কেউ আগুন দিয়ে দিয়েছে তার পিঠে। জ্বলতে শুরু করল নেটের ব্লাউজ। চামরা গলে ভিতরে ঢুকে গেল। মা....মা... বলে চিৎকার করতে করতেই থাকলেন মেয়েটি। কোল থেকে পড়ে গেল একরত্তি মেয়ে। পাগলের মতো তিনি তখন দৌড়চ্ছেন  একদিক থেকে আরেকদিক। কোথায় কোথায় একটু জল। সামনেই ছিল পুকুর। জ্বালা থেকে বাঁচতে সোজা ঝাঁপ দিলেন তিনি। তবুও কষ্ট কমছে না। কী করেই বা কমবে, ওটা তো অ্যাসিড। যা এক মুহূর্তে ঝলসে দিতে পারে শরীর, পুড়িয়ে দিতে পারে রঙিন জীবনের ক্যানভাস। 

কাকলি দাস। ২০ র কোঠার তরুণীর জীবনে অভিশাপ হয়ে নেমে এসেছিল অ্যাসিড হানা। অপরাধ? 'ছেলেটাকে প্রত্যাখ্যান করেছিলাম।' শুধুমাত্র এই কারণেই আমতলার বাসিন্দা কাকলির মুখটা জ্বালিয়ে দিতে চেয়েছিল সেই দুষ্কৃতী। সেই অবস্থা থেকে বেঁচে ওঠার কথাই এবিপি লাইভের সঙ্গে শেয়ার করলেন তিনি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram