Fake IAS Arrested: ভুয়ো আইএএস পরিচয়ে ভ্যাকসিনেশন ক্যাম্প, কসবা থেকে গ্রেফতার অভিযুক্ত

Continues below advertisement

সরকারি নথি জাল করে ভুয়ো আইএএস (Fake IAS) পরিচয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভ্যাকসিনেশন ক্যাম্প (Vaccination Camp) চালানোর অভিযোগ। কসবার রাজডাঙা থেকে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃত দেবাঞ্জন দেব আনন্দপুর থানা এলাকার মাদুরদহের বাসিন্দা। গতকাল কসবা (Kasba) থানার পুলিশ এই অভিযোগ পায়। অভিযোগ, যে ভ্যাকসিনেশন ক্যাম্প চালানো হচ্ছে, সেখানে টিকাকরণের পর প্রয়োজনীয় নথি দেওয়া হচ্ছে না। একজনের সন্দেহ হওয়ায় কসবা থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গেলে জানতে পারে, সরকারি নথি জাল করে ভুয়ো আইএএস পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছিল। শুধু তাই নয়, স্বাস্থ্য ভবনে করোনা ভ্যাকসিনেশনের জন্য প্রয়োজনীয় জিনিস চাওয়ার কাগজও পুলিশ উদ্ধার করে। কেন ও কীভাবে প্রতারণা তা খতিয়ে দেখছেন কসবা থানার তদন্তকারীরা। ইতিমধ্যেই দেবাঞ্জন দেবকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাকে আলিপুর আদালতে (Alipore Court) পাঠানো হবে। এর সঙ্গে আর কারা কারা যুক্ত আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram