Kaikhali Fire: রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুনের পর নিখোঁজ একজন, দাবি স্থানীয়দের| Bangla News

Continues below advertisement

বছরের শুরুতেই ভয়াবহ অগ্নিকাণ্ড। কৈখালিতে রাসায়নিকের গুদামে আগুন। পাশের গেঞ্জি কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে। একজনের খোঁজ মিলছে না বলে দাবি স্থানীয়দের। সকাল ১১টা নাগাদ বিমানবন্দরের পাঁচিল লাগোয়া রাসায়নিকের গুদামে আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনাস্থলে দমকলের ১৮টি ইঞ্জিন। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। দমকলের দাবি, দুটি কারখানারই অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল না। দুটি কারখানার মধ্যে জায়গা ছাড়াতেও মানা হয়নি নিয়ম। বিমানবন্দরের পাঁচিল লাগোয়া কারখানা দুটি বেআইনিভাবে চলছিল বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। ঘটনাস্থলে দমকলমন্ত্রী সুজিত বসু ও স্থানীয় বিধায়ক অদিতি মুন্সী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram