Kalighat Temple Reopens: একমাস পর খুলল কালীঘাট মন্দির, নাটমন্দির থেকেই হবে মাতৃদর্শন

Continues below advertisement

করোনা (Corona) আবহে একমাসের বেশি বন্ধ থাকার পর আজ আবার খুলল কালীঘাট মন্দির (Kalighat Temple)। আজ থেকে সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারবেন। তবে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, গর্ভগৃহে প্রবেশের অনুমতি থাকছে না। ভক্তরা বাইরে নাটমন্দির থেকে মাতৃদর্শন করতে পারেন। তবে কোভিড সংক্রান্ত যে ব্যবস্থা আগেই নেওয়া হয়েছিল, সেই সবই বহাল থাকছে। থাকছে স্যানিটাইজেশন টানেল ( Sanitization Tunnel)। মাস্ক (Mask) পরা বাধ্যতামূলক। পুজোর প্রসাদের ওপরও বেশকিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আগে যেমন সকাল বিকেল, দুই বেলাই ভক্তদের জন্য মন্দির খোলা হচ্ছিল, তা এখন হচ্ছে না।

এদিকে বঙ্গে নতুন দাবাড়ুদের মঞ্চ। সারা বাংলা দাবা সংস্থাকে স্বীকৃতি দিল অল ইন্ডিয়া চেস ফেডারেশন (All India Chess Federation)। আগামী পাঁচ বছরে বিভিন্ন লক্ষ্য নিয়ে কাজ শুরু করতে চলেছে এই সংগঠন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram