Bankura: ' ছেলে-বৌমার অত্যাচারে দেড় বছর ঘরছাড়া ' , হাইকোর্ট বাড়ি ফেরাল প্রৌঢ় দম্পতিকে

Continues below advertisement

সেই চেনা ঘর, সেই সংসার। টানা দেড় বছর পর ঘরে ফেরা। বয়সের ভারে নুইয়ে পড়েছে শরীর। অভিযোগ, ছেলে বৌমার অত্যাচারে ছাড়তে হয়েছিল নিজের বাড়ি। দেড় বছর পর হাইকোর্টের নির্দেশে বাড়ি ফিরলেন প্রবীণ দম্পতি। অবসরপ্রাপ্ত সরকারি কর্মী বুরহান আলি ও তাঁর স্ত্রী মমতাজ বেগমের অভিযোগ, কয়েকবছর আগে ছেলে আসমান আলির বিয়ে হয়। তারপর থেকেই সম্পত্তি লিখে দেওয়ার দাবিতে তাঁদের জীবন দুর্বিষহ করে তোলেন ছেলে ও বৌমা। এমনকি খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়। নিজের বাড়ি ছেড়ে পুরুলিয়ায় (Purulia) মেয়ের বাড়িতে থাকতে শুরু করেন দম্পতি। কিন্তু মনে মনে পণ করেছিলেন বাড়ি ফিরতেই হবে। সেই থেকে লড়াই শুরু। অভিযোগ দায়ের করেন বাঁকুড়া সদর থানায় (Bankura Sadar Police Station)। দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। গত ১৭ জুন পুত্র এবং পুত্রবধূকে বাড়ি থেকে বের করে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশমতো সোমবার পুলিশের হাত ধরেই বাড়িতে ঢুকলেন দম্পতি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram