Kalipuja 2021: 'পরিবেশ-বান্ধবের কথা বলে প্রকারান্তরে নিষিদ্ধ বাজি ফাটানোর কথাই বলা হল', ক্ষুব্ধ নব দত্ত | Bangla News

Continues below advertisement

ছটপুজোর সন্ধে ৬-৮ ফাটানো যাবে বাজি। বড়দিন, বর্ষবরণে ফাটানো যাবে ৩৫ মিনিট। রাত ১১.৫৫ থেকে ১২.৩০ পর্যন্ত বাজি ফাটানো যাবে। জানাল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। বাংলায় শুধু পরিবেশ বান্ধব বাজি বিক্রি। অন্য় সব ধরনের বাজির বিক্রি নিষিদ্ধ। দীপাবলিতে ২ ঘণ্টা ফাটানো যাবে বাজি। দীপাবলিতে রাত ৮-১০ ফাটানো যাবে বাজি। এই নিয়মের তীব্র বিরোধিতা করেছেন পরিবেশকর্মী নব দত্ত। এই নিয়ে নব দত্ত বলেন, "দূষণ নিয়ন্ত্রণের এই যে অর্ডার তা সুপ্রিম কোর্ট (Supreme Court) দিয়েছিল ২০১৮ সালের অক্টোবরে। ২০১৮ সালের পর থেকে অনেক দেশে কোভিডের কারণে পরিবর্তন ঘটেছে। পশ্চিমবঙ্গে ২০২০ সালে ৫ অক্টোবর হাইকোর্ট অর্ডার দিয়ে সমস্ত ধরনের বাজিকে নিষিদ্ধ করেছিল। সুপ্রিম কোর্ট ১১ নভেম্বর ২০২০ সালে হাইকোর্টের যে অর্ডারকে বহাল রেখেছিল হঠাৎ ২০১৮ সালের অর্ডার টেনে নিয়ে এসে দুই ঘণ্টার কথা কেন বলা হল, অন্যদিকে পরিবেশবান্ধব বাজির কথাই বা কেন বলা যা সারা দেশে আছে কিনা, তা জানা নেই। এই অর্ডারের অত্যন্ত বিরোধিতা করছি। বাজি ফাটানোর কথাই প্রকারান্তরে বলা হল। এই নির্দেশের মধ্যে দিয়ে পরিবেশ বান্ধব বাজি ফাটানোর উৎসাহিত করা হয়নি বরং পরিবেশ বান্ধব বাজি যেগুলো নয় সেগুলিকেই পিছন দরজা নিয়ে আসা হল।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram