Kaushik Roy: ইংরেজি বর্ণমালার বিভাজনকে সামনে রেখে সংখ্যাগরিষ্ঠতাবাদের অহঙ্কারে আঘাত লেখক কৌশিক রায়ের | Bangla News

Continues below advertisement

ইংরেজি বর্ণমালায় মোট ২৬টি অক্ষর। তার মধ্যে ২১টি হল কনসোন্যান্ট। ৫টি ভাওয়েল। কনসোন্যান্ট মাঝে মাঝেই ভাবে ভাওয়ালের কোনও দরকার নেই তাদের পরিবারে। E, I, O, U-কে ছাড়াই দিব্যি চলে যাবে সংসার। কিন্তু চলার জোর থাকলেও চলার পথে মাঝে মাঝেই হোঁচট খেতে হয় কনসোন্যান্টকে। সঙ্কট কাটাতে তখন দরকার পড়ে ভাওয়ালের। ঠিক এভাবেই সংখ্যাগরিষ্ঠতাবাদের অহঙ্কারে আঘাত করেছেন প্রবাসী বাঙালি লেখক কৌশিক রায়। মুম্বই নিবাসী বালিগঞ্জের ছেলে লিখেছেন, আলফাবেটিকা নামের একটি বই। সেখানে ইংরেজি বর্ণমালার বিভাজনকে সামনে রেখে অক্ষর দিয়ে ঐক্যের মালা গেঁথেছেন তিনি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram