Kerala floods: একটানা বৃষ্টিতে কেরলে ভয়াবহ বন্য়া পরিস্থিতি, ২৬ জনের মৃত্যু | Bangla News

Continues below advertisement

লাগাতার বৃষ্টিতে কেরলে ভয়াবহ বন্য়া পরিস্থিতি। এখনও পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ বহু মানুষ। হরপা বান ও ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু এলাকা। উদ্ধারকার্যে নেমেছে এনডিআরএফ-এর (NDRF) ১১টি দল। প্রস্তুত রাখা হয়েছে বায়ুসেনার ২টি চপার। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী ২৪ ঘণ্টায় কেরলের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে। 

উৎসবের আবহে পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলি চালু রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে স্বাস্থ্যবিভাগের ছুটি বাতিলের জন্য নির্দেশিকা জারি হবে। টিকাকরণ সহ সব পরিষেবা চালু রাখতে ছুটি বাতিল করা হবে। জানালেন পুর প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ। 

করোনায় রাজ্যে ফের বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যু। রাজ্যে একদিনে আক্রান্ত ৬২৪ জন, মৃত ১৪। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা। কলকাতায় একদিনে আক্রান্ত ১৭৯ জন, মৃত ৪। দৈনিক সংক্রমণে দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা, আক্রান্ত ১২৮ জন, মৃত ৩ জন। দৈনিক সংক্রমণে তৃতীয় স্থানে হাওড়া। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram