KMC Election: আত্মহত্যার হুমকি দুই নেতার, কলকাতা পুরভোটে টিকিট বণ্টন নিয়ে কংগ্রেসে ধুন্ধুমার! | Bangla News

Continues below advertisement

ক্ষোভ-বিক্ষোভ, ধরণা, স্লোগান, এমনকী, আত্মহত্যার হুমকি পর্যন্ত। কলকাতা পুরভোটে টিকিট বণ্টন নিয়ে কংগ্রেসে ধুন্ধুমার! টিকিট না পেয়ে মঙ্গলবার দুই কংগ্রেস নেতা আত্মহত্যার হুমকি পর্যন্ত দেন!

পুরভোটে টিকিট বণ্টন নিয়ে কংগ্রেসের মধ্যে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত। বারবার প্রদেশ কংগ্রেস ভবনে বিক্ষোভ হচ্ছে। টিকিট নিয়ে চরম টানাটানি। আর বারবার প্রার্থী বদলাতে হচ্ছে দলকে। যেমন কলকাতা পুরসভার ৮১ নম্বর ওয়ার্ডের প্রার্থী করা হয়েছিল সুপ্রিয়া দাসকে। মঙ্গলবার রাতে সুপ্রিয়া দাসকে ৮১ নম্বর ওয়ার্ড থেকে সরিয়ে সেই জায়গায় প্রার্থী করা হয় তানিয়া পালকে। টিনা মুখোপাধ্যায়ের জায়গায় ৭১ নম্বর ওয়ার্ডের প্রার্থী করা হয় সুপ্রিয়া দাসকে। তানিয়া পাল ছিলেন তৃণমূলে। টিকিট না পাওয়ায় মঙ্গলবার তিনি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন। এরপরই তাঁকে প্রার্থী করে কংগ্রেস।

কলকাতা পুরভোটের প্রার্থী নিয়ে নানা দলের মধ্যে অসন্তোষ। তবে তারই মধ্যে শিরোনামে ৮ নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কোঅর্ডিনেটর পার্থ মিত্র। তাঁকে এবার প্রার্থী করেনি তৃণমূল। এই ওয়ার্ডে মন্ত্রী শশী পাঁজার মেয়ে পূজা পাঁজাকে প্রার্থী করেছে দল। গত শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়। টিকিট না পেয়ে শনিবার কংগ্রেসে যোগ দেন পার্থ মিত্র। পুরভোটে কংগ্রেসের প্রার্থীও হন। রবিবার আবার তৃণমূলে ফিরে যান। দাবি করেন, তিনি না কি কংগ্রেসে যানইনি! তৃণমূলেই আছেন! কিন্তু, তারইমধ্যে রাজাবাজারে কংগ্রেসের অনুষ্ঠান থেকে তৃণমূলের বিদায়ী কাউন্সিলর পার্থ মিত্রর এই ভিডিওটি ভাইরাল হয়ে যায়! যেখানে তিনি নিজের দলেরই মন্ত্রী শশী পাঁজাকে তীব্র আক্রমণ করছেন এবং টাকা দিয়ে টিকিট বণ্টনের চাঞ্চল্যকর অভিযোগ করছেন!

সব মিলিয়ে প্রার্থী নিয়ে যুদ্ধ চলছেই।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram