Kolkata Municipal Corporation: জমি-বাড়ি কেনার আগে সার্চিংয়ের সব তথ্যই পাওয়া যাবে কলকাতা পুরসভার ওয়েবসাইটে
জমি-বাড়ি-ফ্ল্যাটের দলিল রেজিস্ট্রেশনে স্ট্যাম্প ডিউটি ২ শতাংশ কমিয়েছে রাজ্য সরকার। সেই সুযোগ নিয়ে কি জমি বা ফ্ল্যাট কেনার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য আরও সুখবর। সার্চিং-এর জন্য আর অপেক্ষা বা খরচ কোনওটাই করতে হবে না। জটিল এই সময়সাপেক্ষ পদ্ধতি সরলীকরণের রাস্তায় হাঁটল কলকাতা পুরসভা।
কলকাতা পুরসভা সূত্রে খবর, সংস্থার ওয়েবসাইটে মিলবে Encumbrance Certificate-এর লিঙ্ক। কোনও জমি বা বাড়ির কর বকেয়া আছে কি না জানতে চাইলে ওই বাড়ির অ্যাসেসি নম্বর বা প্রেমিসেস নম্বর দিতে হবে। তাহলেই জানা যাবে জমি বা বাড়ির কর সম্পর্কে বিস্তারিত তথ্য। এমনকী সেখান থেকেই মেটানো যাবে বকেয়া কর।
ফিরহাদ হাকিম জানিয়েছেন, ব্লিল্ডিং completion সার্টিফিকেট ল্যান্ড বিল্ডিং সার্ভেয়ার বা এলবিএস-এর মাধ্যমে দেওয়া যায় কি না, তা নিয়ে ভাবনাচিন্তা চলছে। ফ্ল্যাট বা জমি কেনার ক্ষেত্রে পদ্ধতির এই সরলীকরণে ক্রেতাদের ঝামেলা অনেক কমবে বলে আশাবাদী পুরসভা।