Kolkata: কলকাতায় সক্রিয় হানিট্র্যাপ, সতর্ক করল লালবাজার! Bangla News

Continues below advertisement


কলকাতায় সক্রিয় হানিট্র্যাপ। সাবধান না হলে, পড়তে হতে পারে অনলাইন তোলাবাজদের খপ্পরে। এই ভাষাতেই সতর্ক করল লালবাজার!সম্প্রতি কলকাতা জুড়ে এমনই একাধিক অভিযোগ জমা পড়েছে। শুরু হয়েছে ধরপাকড়ও। প্রথমে সুন্দরী মহিলার ছবি দেওয়া প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। তা অ্যাকসেপ্ট করলেই ওপ্রান্ত থেকে চ্যাট করার অনুরোধ করা হয়। চ্যাটিং শুরুর পর ক্রমেই গভীর হয় বন্ধুত্ব। এরপর ভিডিও কলে কথা বলার জন্য অনুরোধ করা হতে থাকে!কথা বলার সময় ঘনিষ্ঠ বা ব্যক্তিগত মুহূর্ত লুকিয়ে রেকর্ড করে প্রতারকরা। তারপরেই শুরু হয় ব্ল্যাকমেলিং। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram