BJP Agitation on Fake Vaccination: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে সুকিয়া স্ট্রিটে ডিসি নর্থের অফিসের সামনে বিক্ষোভ BJP-র

Continues below advertisement

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের (Fake Vaccination Scam) প্রতিবাদে পথে নামল বিজেপি (BJP)। এদিন মানিকতলায় সুকিয়া স্ট্রিটের মোড়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, ভ্যাকসিন থেকে শুরু করে সব কিছুই এ রাজ্যে ভুয়ো। ডিসি নর্থের অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। 

অন্যদিকে, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেল চড়ে সংসদে তৃণমূল সাংসদরা। দিল্লিতে জ্বালানির দামবৃদ্ধির প্রতিবাদ। এদিকে, আজ থেকে শুরু হল সংসদের বাদল অধিবেশন (Monsoon Session)। চলবে ১৩ অগাস্ট পর্যন্ত। প্রথমদিনেই অভিনব প্রতিবাদ তৃণমূল (TMC) সাংসদদের। রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেলের লাগামছাড়া দামবৃদ্ধির প্রতিবাদে সাইকেলে করে সংসদের পথে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। গতকাল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee) জানিয়েছিলেন তাঁদের এই প্রতিবাদের কথা। মনে করা হচ্ছে, অধিবেশনের প্রথম দিনই সংসদে ঝড় তুলতে পারেন বিরোধীরা।

আজ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee) বলেন, "আমরা মানুষকে দেখাতে চাই যে মানুষের প্রয়োজনে, মানুষের স্বার্থে যে কোনও ধরনের আন্দোলনে আমরা মানুষের পাশে আছি। লোকসভাতে আমরা প্রথমদিনই প্রমাণ করে দিতে চাইছি যে তৃণমূল কংগ্রেসই ভারতে প্রকৃত বিরোধী দল হিসেবে মানুষের সামনে আত্মপ্রকাশ করছে। পেট্রোপণ্যে ও গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়ে সারা দেশের মানুষ আলোচনা করছেন। কিন্তু এইভাবে পথে নেমে আমাদের সাংসদদের প্রতিবাদ এককথায় তুলনাহীন।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram