Kolkata Police: কলকাতা গোয়েন্দা পুলিশের জালে কসবার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পুর ঘনিষ্ঠ সহযোগী | Bangla News

Continues below advertisement

এবার কলকাতা গোয়েন্দা পুলিশের জালে কসবার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পুর ঘনিষ্ঠ সহযোগী। ধৃতের নাম দিনু যাদব। পুলিশ সূত্রে খবর, গত ৯ সেপ্টেম্বর কসবার আরেক দুষ্কৃতী মুন্না পাণ্ডে জেল থেকে ছাড়া পাওয়ার পর, তাকে খুনের ছক কষে সোনা পাপ্পু। প্রেসিডেন্সি জেলের বাইরেই ২৬ জনের গ্যাং নিয়ে প্রতিপক্ষকে খুনের ছক কষে ওই দুষ্কৃতী। যদিও সেই হামলার ছক বানচাল হয়। খুনের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সোনা পাপ্পুর ঘনিষ্ঠ সহযোগী দিনু যাদবকে গতকাল ইডেন গার্ডেন্সের সামনে থেকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা পুলিশ। এর আগে ২৩ সেপ্টেম্বর কৈখালির এক আবাসন থেকে বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু গ্রেফতার হয়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram